পরমব্রতর কাদম্বরী কঙ্কনা
আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম
কঙ্কনা ও পরমব্রত
বিনোদন ডেস্ক : বৌদি কাদম্বরীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে নির্মিত হলোকাদম্বরী শিরোনামের চলচ্চিত্র। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার প্রখ্যাত পরিচালক সুমন ঘোষ। কাদম্বরী চরিত্রে অভিনয় করেছেন অপর্ণাকন্যা কঙ্কনা। আর রবীন্দ্রনাথের চরিত্রে দেখা যাবে পরমব্রতকে।
‘আমার প্রাণের পরে চলে গেল কে? বসনের বাতাসটুকুর মতো... সে যে চলে গেল বলে গেল না...’ বৌঠান কাদম্বরী দেবীর প্রয়াণের পর বেদনা ভারাক্রান্ত, অস্থির রবীন্দ্রনাথ সব ব্যথা উজার করে দিয়ে একদিন গেয়ে উঠেছিলেন এই গান। কিন্তু নয়নের সম্মুখ থেকে হারিয়ে যাওয়া সেই চিরসঙ্গিনী যে সত্যিই কোনদিন ক্যামেরায় ফিরে আসবেন তা যদি রবীন্দ্রনাথ জানতেন!
রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৫/শান্ত
রাইজিংবিডি.কম