চটেছেন সানি লিওন
আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম
সানি লিওন
বিনোদন ডেস্ক : বেশ চটেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সানি অভিনীত মাস্তিজাদে সিনেমার ট্রেইলার প্রকাশের পর সমালোচনায় মুখরিত হয়ে ওঠেছে নানা মহল। সম্প্রতি এ সিনেমাকে সেক্স কমেডি বলায় রেগে গেছেন কানাডিয়ান এ পর্নো তারকা।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মাস্তিজাদে চলচ্চিত্রের ট্রেইলার লঞ্চের পর শুরু হয় সমালোচনা। অনেকেই এ সিনেমাকে অশ্লীল বলে দাবি করেছেন। অনেকে আবার একে সেক্স কমেডি বলছেন। তাই এর জবাবে সানি পরিস্কার জানিয়ে দিয়েছেন, এটি কোন সেক্স কমেডি নয়, এটি অ্যাডালট সিনেমা।
মিলাপ জাভেরির মাস্তিজাদে চলচ্চিত্রে সানি লিওনের সঙ্গে আরো অভিনয় করেছেন- তুষার কাপুর এবং ভীর দাস, গিজেল ঠাকরাল l
সেন্সর বোর্ডে বেশ ঝামেলা পোহাতে হয়েছে মাস্তিজাদে সিনেমা সংশ্লিষ্টদের। গত বছরে মুক্তির কথা থাকলেও পরবর্তীতে মুক্তির তারিখ পরিবর্তন করে ২৯ জানুযারি করা হয়েছে। সিনেমাটি প্রয়োজনা করেছেন প্রীতিশ নন্দি এবং রঙ্গিতা নন্দি। সিনেমাটির একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে রিতেশ মুখকে।
রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৬/শান্ত
রাইজিংবিডি.কম