ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সোনুর বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ২ সেপ্টেম্বর ২০২০  
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সোনুর বক্তব্য

বলিউড অভিনেতা সোনু সুদ। তার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই অভিনেতা জানিয়েছেন, এখন রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা তার নেই।

সোনু সুদ বলেন, “আমি ১০ বছর আগে থেকেই রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পাচ্ছি। অনেকেই আমাকে বলেছেন, ‘তুমি খুব ভালো নেতা হতে পারবে।’ কিন্তু আমি মনে করি, একজন অভিনেতা হিসেবে আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে। আমার অনেক কাজ বাকি রয়েছে, যেগুলো আমি করতে চাই। রাজনীতিতে যখন তখন যোগ দেওয়া যায়। আর দুই নৌকায় পা দেওয়ার মতো মানুষ আমি নই।”

এই অভিনেতা আরো বলেন, ‘যদি আমি রাজনীতিতে যোগ দিই তাহলে আমার শতভাগ দেবো। কারো কোনো সমস্যা থাকবে না— তা নিশ্চিত করব। তাদের সমস্যা সমাধান করব। তাদের সঙ্গে সময় কাটাব। আমার মনে হয়েছে, এগুলোর জন্য এই মুহূর্তে আমি প্রস্তুত না। এছাড়া বর্তমানে আমার কাজের জন্য কোনো জবাবদিহি করতে হচ্ছে না, এজন্য সম্মুখে সব কাজ করছি। আমাকে কী করব— কোনো পার্টির কাছে তা জিজ্ঞেস করতে হচ্ছে না। যা করছি সব নিজের ইচ্ছাতে।’

রুপালি পর্দায় খল চরিত্রে দেখা গেলেও করোনা মহামারির সময় মুম্বাইয়ে কাজ করতে আসা ভারতের বিভিন্ন স্থানের শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়ে এখন সবার হিরো সোনু। এই অভিনেতা বলেন, ‘আমার সেই সকল শ্রমিকদের কথা মনে পড়ে, হাজার হাজার মানুষ পায়ে হেঁটে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছিল। এটি সবার মনে নাড়া দিয়েছে। মনে আছে প্রতিদিনি ৪৫ হাজার মানুষকে খাবার দিয়েছি। একদিন আমরা একদল মানুষকে খাবার দিচ্ছিলাম। তাদের সঙ্গে বাচ্চাও ছিল। আমি তাদের জিজ্ঞেস করার পর জানতে পারি তারা পায়ে হেঁটে কর্ণাটক রওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের যাওয়ার অনুমতি নিয়ে বাস ঠিক করে দিই। যখন তারা রওনা হয় আমি বাসেই ছিলাম। তাদের চোখ অশ্রু ও মুখে হাসি ছিল। এটি দেখেই আমি উৎসাহ পেয়েছি।’ 

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়