ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সংগীত পরিচালক ফরিদ আহমেদ ভেন্টিলেশনে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১১ এপ্রিল ২০২১  
সংগীত পরিচালক ফরিদ আহমেদ ভেন্টিলেশনে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে নগরীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীনি রয়েছেন এই সংগীত পরিচালক।

রোববার (১১ এপ্রিল) এ তথ‌্য নিশ্চিত করে ফরিদ আহমেদের সহকর্মী গীতিকবি ফরিদা ফারহানা বলেন, ‘এত দ্রুত স‌্যারের অবনতি ঘটবে তা আমরা ধারণাও করতে পারিনি। গতরাতে আইসিইউতে নেওয়ার পর ক্রমশ অবনতি ঘটে। ভোর ৪টার দিকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না।’

গত মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন ফরিদ আহমেদ। অবস্থার অবনতি হলে ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় ফরিদ আহমেদকে।

এরমধ্যে তার স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোনো উন্নতি হয়নি। ১১ এপ্রিল রাত ১২টার দিকে ফরিদ আহমেদকে নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়