Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৭ ১৪২৮ ||  ১২ সফর ১৪৪৩

শুরুটা কে করেছিলেন, সাইফ নাকি কারিনা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৯ মে ২০২১   আপডেট: ১৩:৫১, ১৯ মে ২০২১
শুরুটা কে করেছিলেন, সাইফ নাকি কারিনা?

বলিউডের আলোচিত জুটিদের মধ্যে অন্যতম সাইফ আলী খান ও কারিনা কাপুর। প্রায় এক দশকের দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান।

‘তাসান’ সিনেমার সেটে কারিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাইফ। কিন্তু সম্পর্কের ব্যাপারে প্রথম আগ্রহ দেখিয়েছিলেন কারিনা। ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার সেটে বোন কারিশমার সঙ্গে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে গিয়ে সাইফের সঙ্গে তার দেখা হয়। তিনি জানান, সাইফ সবসময়ই তার সঙ্গে খুব সুন্দর আচরণ করতেন। এই অভিনেতার ব্যক্তিত্ব একটাই আকর্ষণীয় যে, সব মেয়েই তার সঙ্গে প্রেম করতে আগ্রহ প্রকাশ করবে।

প্রেমের সম্পর্কের আগ্রহটা তিনিই প্রথম দেখিয়েছিলেন উল্লেখ করে কারিনা বলেন, ‘আমিই প্রথম শুরু করেছিলাম। সাইফ এমন ব্যক্তিত্বের মানুষ, সে কখনোই কোনো মেয়ের দিকে আগাবে না। সে অনেকটাই ইংরেজদের মতো এবং এই দিক থেকে সংযত থাকে।’

এই অভিনেত্রী জানান, সাইফ যখন প্রথম বিষয়টি জানতে পারেন খুব অবাক হয়েছিলেন। তিনি বলেন, ‘মনে হয়েছে তার মাথায় পুরো বিল্ডিং ভেঙে পড়েছে। আমি জানি না, সে কী বোঝাতে চেয়েছিল— হয়তো নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করেছিল বা অন্যকিছু। যাইহোক, সবকিছু অনেক ভালোভাবে হয়েছে এবং এর কৃতিত্ব আমার।’

সাইফ-কারিনা ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন। ২০১৬ সালে এই দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান পৃথিবীতে আসে। এরপর গত ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কারিনার দ্বিতীয় সন্তানের জন্ম হয়।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়