Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১৬ জুন ২০২১ ||  আষাঢ় ২ ১৪২৮ ||  ০৩ জিলক্বদ ১৪৪২

নতুন রূপে ডিপজল

প্রকাশিত: ১৭:১৫, ৯ জুন ২০২১  
নতুন রূপে ডিপজল

এলাকায় ডিপজলের বাড়ি খুবই পরিচিত। এক নামে সবাই চেনেন এই বাড়ির মালিককে। আলিশান সেই বাড়িতে নেই কোনো বিয়ের সজ্জা। তারপরও বিয়ের সাজে সেজেছেন ডিপজল। আবার সঙ্গে আছেন দুই বধূ! কিন্তু কেন?

উত্তরটা দিয়েছেন ডিপজল নিজেই। রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মলের মডেল হতেই তাকে বিয়ের সাজে সাজতে হয়েছে। এর মাধ্যমে প্রথমবার মডেল ফটো শ্যুট করলেন ঢালিউডের এই খলনায়ক।

গৌতম সাহার কোরিওগ্রাফিতে সম্প্রতি ডিপজলের বাড়িতেই ফটো শ্যুটের আয়োজন করা হয়। নাঈম আহমেদের ক্যামেরায় ডিপজলের সঙ্গে মডেল হয়েছেন তৃণ ও এনিলা তানজুম। ডিপজল সাধারণত মডেল ফটো শ্যুট করেন না। এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সিনেমার বাইরে আমার কাজ করা হয় না। রয়েল মালাবারের পোশাক আমার ভালো লেগেছে। ব্র্যান্ডটিও বেশ ভালো। যে কারণে আর না করতে পারিনি।’

প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মো. আসলাম খান অপু বলেন, ‘ডিপজল ভাইয়ের অসংখ্য ফ্যান রয়েছে। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এটা ভালো লাগার মতো বিষয়। আমাদের এখানে অনেকগুলো দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় পোশাক। বিয়ের গয়নাও আধুনিক মানের। একই ছাদের নিচে পোশাকের পাশাপাশি চোখ ধাঁধানো আধুনিক সব ডিজাইনের স্বর্ণ এবং ডায়মন্ডের গয়না পাবেন আমাদের ব্র্যান্ড থেকে।’ 
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়