ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যা বললেন হর্ষবর্ধন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ১৭ জুলাই ২০২১   আপডেট: ১১:০৩, ১৭ জুলাই ২০২১
তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যা বললেন হর্ষবর্ধন

অভিনেতা হর্ষবর্ধন রানে। সম্প্রতি ‘হাসিন দিলরুবা’ সিনেমায় অভিনয় করেছেন। এতে তার সঙ্গে আরো আছেন তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসি।

সিনেমাটিতে বিক্রান্ত ও হর্ষবর্ধনের সঙ্গে তাপসীর ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন হর্ষবর্ধন।

আরো পড়ুন:

এই অভিনেতা বলেন, ‘ক্যামেরার সামনে অভিনয় করার সময় আমি খুবই রোমান্টিক থাকি। কিন্তু বাস্তবে রোমান্টিক হতে গেলে অনেক চেষ্টা করতে হয়। শুটিং এর সময় আমি খুব রোমান্টিক থাকি। বিশেষ করে ওই ১০-১৫ সেকেন্ড আমি খুব রোমান্টিক থাকি।’

যদিও অপর এক সাক্ষাৎকারে এর উল্টোটাই বলেছেন সিনেমার নায়িকা। তাপসী পান্নু বলেন, ‘আমার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য শুটিং করতে বিক্রান্ত ও হর্ষবর্ধন ভয় পেতো। হয়তো ভাবতো আমি হঠাৎ কী না কী করে বসব! ব্যাপারটা বোঝার পর আমি নিজেও একটু ভয় পেয়েছিলাম। তবে শেষপর্যন্ত তাদের ভরসা জোগাতে পেরেছিলাম।’

‘হাসিন দিলরুবা’ পরিচালনা করেছেন বিনিল ম্যাথিউ। ২ জুলাই মুক্তি পেয়েছে এটি। ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়