ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পল্লী গানের সম্রাট আব্দুল আলীম পরিবারের চাওয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৭ জুলাই ২০২১   আপডেট: ১২:১১, ২৭ জুলাই ২০২১
পল্লী গানের সম্রাট আব্দুল আলীম পরিবারের চাওয়া

কালজয়ী লোক গানের শিল্পী আব্দুল আলীম। লোকসংগীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে যান এই কিংবদন্তি শিল্পী। পল্লীগীতি, ভাটিয়ালি, দেহতত্ত্ব, মুর্শিদি গানের শিল্পী হিসেবে আজও অপ্রতিদ্বন্দ্বী তিনি। মঙ্গলবার (২৭ জুলাই) পল্লী সম্রাট আব্দুল আলীমের ৯১তম জন্মদিন। বিশেষ এই দিনে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে এই শিল্পীর পরিবার।

আব্দুল আলীমের ছোট মেয়ে নুরজাহান আলীমও একজন সংগীতশিল্পী। এ বিষয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেন তার বর হিসান খান বাবু। তিনি বলেন—‘পল্লী সম্রাট, মরমী সংগীতশিল্পী আব্দুল আলীমের নামে এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। তার পরিবারের পক্ষ থেকে সংগীতশিল্পী নুরজাহান আলীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আবেদন করেছেন, আব্দুল আলীমের নামে খিলগাঁও ফ্লাইওভারের নামকরণ করার জন‌্য। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, এই নামকরণ করে দেশবাসীকে ধন‌্য করুন।’

আব্দুল আলীমের নামে একক স্মারক ডাকটিকিট প্রকাশের আবেদন জানিয়ে হিসান খান বাবু বলেন—‘আব্দুল আলীমের নামে এককভাবে স্মারক ডাকটিকিট প্রকাশের জন‌্য গত তিন বছর ধরে আবেদন করে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত সেই স্মারক ডাকটিকিটের দেখা মেলেনি। সরকারের কাছে এ নিয়েও আরেকটি আবেদন, যাতে আব্দুল আলীমের নামে একক স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়। এতে করে এই প্রজন্ম আব্দুল আলীমকে নতুন করে জানতে পারবে। যুগের পর যুগ আব্দুল আলীম বেঁচে থাকবেন। পরিবারের পক্ষ থেকে এটাই আমাদের চাওয়া।’

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন আব্দুল আলীম। লোকসংগীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে যান তিনি। যেখানে জীবন জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল। ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান তিনি। আবদুল আলীম ও জমিলা আলীম দম্পতির সাত সন্তান রয়েছে। তাদের মধ্যে জহির আলীম, আজগর আলীম ও নূরজাহান আলীম সংগীতশিল্পী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়