Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

শুধু আমি কেন, নুসরাতেরও কিছু বলার থাকতে পারে: যশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৯ আগস্ট ২০২১   আপডেট: ১২:৪০, ২৯ আগস্ট ২০২১
শুধু আমি কেন, নুসরাতেরও কিছু বলার থাকতে পারে: যশ

গত ২৬ আগস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। নেটিজেনদের ধারণা, এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। সন্তানের পিতৃপরিচয় নিয়ে কোনো কথা না বললেও এদিন যশ বলেছিলেন—‘এটুকু বলতে পারি, এটা ভালো খবর। সি সেকশনের পর মা-ছেলে সুস্থ রয়েছেন, তারা ভালো আছেন।’

হাসপাতালে ভর্তি করানো থেকে এ পর্যন্ত নুসরাতের পাশেই রয়েছেন যশ। কিন্তু নুসরাত, তার সন্তান নিয়ে এখনো জোর জল্পনা চলছে অন্তর্জালে। এ নিয়ে আবারো ভারতীয় একটি সংবাদমাধ‌্যমের মুখোমুখি হয়েছিলেন যশ। তবে বরাবরের মতো এবারো বিষটি সচেতনভাবেই এড়িয়ে গেছেন এই অভিনেতা। তার ভাষায়—‘আমি ছোট থেকে আজ পর্যন্ত ব্যক্তিগত জীবন সামনে আনিনি। আগামী দিনেও আনব না। তা হলে ‘ব্যক্তিগত’ শব্দটার মানেই থাকে না! যেটুকু জানানোর ঠিক জানাব। যেমন, বরাবর সবাই জানতে পেরেছেন।

যশ ভাষ‌্য, তিনি একা কেন, নুসরাত জাহানেরও এ বিষয়ে কিছু বলার থাকতে পারে। যশ বলেন, ‘এই যে, হঠাৎ ভুয়া খবর ছড়িয়ে গেল নুসরাত হাসপাতালে ভর্তি। ও ভর্তি হলে, সন্তানের জন্ম দিলে কেন তা চেপে রাখব? তা ছাড়া সব কথা আমি একা বলব কেন? আমার সঙ্গীনীরও হয়তো কিছু বলার থাকতে পারে। সেটা ওর মুখ থেকে শোনাই বোধহয় ভালো।’

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। কয়েক মাস আগে নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। এর দু-দিন পর নিখিল দাবি করেন—নুসরাতের অনাগত সন্তানের বাবা তিনি নন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়