ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আসিফের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২১

‘কাটে না সময় যখন আর কিছুতে/ বন্ধুর টেলিফোনে মন বসে না/ জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা/ মনে হয় বাবার মতো কেউ বলে না/ আয় খুকু আয়/ আয় খুকু আয়’— এমন কথার কালজয়ী গানের শিল্পী হেমন্ত মুখার্জি। দ্বৈত এই গানে তার সহশিল্পী ছিলেন শ্রাবন্তী মজুমদার। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এ গানের সুর করেন ভি বালসারা।

তুমুল শ্রোতাপ্রিয় এই গান এবার কণ্ঠে তুললেন আসিফ আকবর। তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন রায়না। নতুনভাবে এর সংগীতায়োজন করেছেন শহীদ রহমান। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। রিয়াজ আহমেদের সমন্বয়ে এর নির্দেশনা দিয়েছেন ইয়ামিন এলান। সোমবার (২৭ সেপ্টেম্বর) আসিফের ইউটিউব চ‌্যানেলে মুক্তি পেয়েছে গানটি।  

রায়না নতুন কণ্ঠশিল্পী। তার সঙ্গে এমন শ্রোতাপ্রিয় গান কণ্ঠে তোলার কারণ ব‌্যাখ‌্যা করে আসিফ বলেন—‘রায়না আমার মেয়ের মতো। ওর বাবাও একজন মিউজিশিয়ান। মেয়েটা চমৎকার গান করে। আমি ওর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়