ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খোলামেলা পোশাকে গোপী বৌমার নাচ, নেটিজেনদের কটাক্ষ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১৪ নভেম্বর ২০২১   আপডেট: ১৩:৫১, ১৪ নভেম্বর ২০২১
খোলামেলা পোশাকে গোপী বৌমার নাচ, নেটিজেনদের কটাক্ষ (ভিডিও)

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। হিন্দি ভাষার ‘সাথ নিভানা সাথিয়া’ টিভি সিরিয়ালে গোপী বৌমার চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন। যাকে সব সময় বাঙালি নারীর পোশাক শাড়ি-গহনা পরিহিত অবস্থায় দেখতে পান দর্শক। সেই চেনা ‘গোপী বৌমা’ হাজির হলেন নতুন অবতারে। তার বেলি ড‌্যান্সের একটি ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে, যা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

শনিবার (১৩ নভেম্বর) দেবলীনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, স্পোর্টস ব্রা ও কালো রঙের শর্টস পরেছেন দেবলীনা। এমন সাজে বেলি ডান্স করছেন তিনি। ক‌্যাপশনে লিখেছেন—‘বেলি ড‌্যান্সের শিক্ষানবিশ লেভেলে রয়েছি। আশা করছি, এটি আপনাদের ভালো লাগবে।’

আরো পড়ুন:

ভিডিওটি পোস্ট করার পর প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে তার শরীরের মেদ নিয়ে কটাক্ষ করছেন। একজন লিখেছেন, ‘মোটা নারী।’ আরেকজন লিখেন, ‘গোপী বহু কী হয়েছে? আপনার লজ্জা আছে কি নাই?’ প্রশ্ন ছুড়ে দিয়ে একজন লিখেন, ‘এটা কেমন ব্যবহার গোপি বহু? দেবলীনাকে পরামর্শ দিয়ে অন্যজন লিখেন, ‘আগে ফিটনেস ঠিক করে তারপর এই ধরনের ভিডিও পোস্ট করুন।’

 

View this post on Instagram

A post shared by Devoleena Bhattacharjee (@devoleena)

এর আগেও খোলামেলা পোশাকে তার বেলি ড‌্যান্সের একটি ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন দেবলীনা। তা ছাড়া খোলামেলা পোশাকে এক ফটোশুটে অংশ নিতেও দেখা যায় তাকে। আবেদনময়ী এসব ছবি প্রকাশের পর সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়