ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমের গানে জুটি বাঁধলেন লায়লা-রাব্বি

প্রকাশিত: ১৯:২৬, ১২ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৯:২৮, ১২ জানুয়ারি ২০২৩
প্রেমের গানে জুটি বাঁধলেন লায়লা-রাব্বি

নতুন বছর উপলক্ষে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো ‘তোমারে পাইতাম যদি’ গানের মিউজিক ভিডিও। তারেক আনন্দের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন সুলতানা ইয়াসমিন লায়লা ও কামরুজ্জামান রাব্বি। সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেলিম রেজা।

নতুন এই গান প্রসঙ্গে লায়লা বলেন, এর আগে আমাদের দুজনের একসঙ্গে গান প্রকাশ হয়নি। এটিই রাব্বির সঙ্গে আমার প্রথম দ্বৈত গান। আশা করছি গানটি ভালো লাগবে সবার।

কামরুজ্জামান রাব্বি বলেন, সুন্দর কথামালার গান। সুরও হয়েছে মিষ্টি। আশা করছি শ্রোতা হৃদয়ে গেঁথে থাকবে আমাদের নতুন গানটি।

গীতিকবি তারেক আনন্দ বলেন, লায়লা ও রাব্বির গায়কী মাথায় রেখেই গানটি লেখার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ‘তোমারে পাইতাম যদি’ ভালো লাগবে।

সুরকার এমএমপি রনি বলেন, ফোক গানে এই মুহূর্তে দুজনই সেরা শিল্পী। তাদের অনেক গান শ্রোতাপ্রিয়তা হয়েছে। আশা করছি নতুন এই গানটিও সবার ভালো লাগবে।

রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়