ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলকাতায় ‘উরাধুরা’ গানে নেচে মাত করলেন শাকিব-মিমি (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৫ জুলাই ২০২৪   আপডেট: ১৯:৪৭, ৫ জুলাই ২০২৪
কলকাতায় ‘উরাধুরা’ গানে নেচে মাত করলেন শাকিব-মিমি (ভিডিও)

রায়হান রাফি নির্মিত আলোচিত সিনেমা ‘তুফান’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।

‘তুফান’ সিনেমার দর্শকপ্রিয়তার খবর ছড়িয়েছে ভারতেও। শুক্রবার (৫ জুলাই) দেশটিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগে কলকাতায় উড়ে গিয়েছেন শাকিব খান। বৃহস্পতিবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে অংশ নেন শাকিব। আর সেখানে ‘উরাধুরা’ গানে নেচে মাত করেন শাকিব-মিমি।

আরো পড়ুন:

এ মুহূর্তের একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে আছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। কিছুক্ষণ পরেই ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘তুফান’ সিনেমার ‘উরাধুরা’ গানটি। গানের তালে শাকিবের পারফর্ম বিশেষভাবে নজর কেড়েছে। শুরুতে মিমি নাচে সক্রিয় না হলেও তাকে টেনে আনেন শাকিব। এরপর দু’জনের নাচ মুগ্ধ করেছে নেটিজেনদের।

আরো পড়ুন: কলকাতার ‘তুফান’ আসরেও বুবলী, শাকিবের মুচকি হাসি, অন্ধকারে মিমি

মুগ্ধতার কথা কমেন্ট বক্সে প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগারী। একজন লিখেছেন, ‘শাকিব খান একটা আগুন।’ জয় সাহা লিখেছেন, ‘দু’জনকেই সুন্দর লাগছে।’ জীবন লিখেছেন, ‘শাকিব খানকে দারুণ লাগছে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়