ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলকাতার ‘তুফান’ আসরেও বুবলী, শাকিবের মুচকি হাসি, অন্ধকারে মিমি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ৫ জুলাই ২০২৪   আপডেট: ১৯:৫৪, ৫ জুলাই ২০২৪
কলকাতার ‘তুফান’ আসরেও বুবলী, শাকিবের মুচকি হাসি, অন্ধকারে মিমি

ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পেয়েছে ঢালিউড কিং শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। রায়হান রাফি নির্মিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন কলকাতার মিমি চক্রবর্তী। বাংলাদেশে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।

‘তুফান’ সিনেমার ঝড়ের খবর পৌঁছে গেছে ওপার বাংলাতেও। অপেক্ষার পর শুক্রবার (৫ জুলাই) ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ উপলক্ষে কলকাতায় গিয়েছেন শাকিব। গতকাল সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তীও।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে শাকিব-মিমি ‘উরাধুরা’ গানে নেচে উপস্থিত সাংবাদিকদের মন জয় করেন। কিন্তু বেরসিক সাংবাদিকরা সেখানেও টেনে আনেন শাকিবের ‘প্রাক্তন স্ত্রী’ বুবলীকে। ঠিক কী হয়েছিল সংবাদ সম্মেলনে?   

মূল ঘটনা হলো— শাকিবের কাছে জানতে চাওয়া হয়, বুবলী কি ‘তুফান’ সিনেমা দেখেছেন? এ প্রশ্ন শুনেই মুচকি হেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন শাকিব। এরপর খানিকটা সময় হাসতে থাকেন তিনি। তার পাশে বসে থাকা মিমি চক্রবর্তী নিচু স্বরে পরিচালক রায়হান রাফির কাছে জানতে চান, ‘বুবলী কে?’  

আরো পড়ুন: কলকাতায় ‘উরাধুরা’ গানে নেচে মাত করলেন শাকিব-মিমি (ভিডিও)

তবে সাংবাদিকের এ প্রশ্নের উত্তরে একটি শব্দও খরচ করেননি শাকিব। বরং তাকে কেবল হাসতেই দেখা যায়। এরপর পাশে থাকা অন্য এক সাংবাদিক বলে উঠেন— ‘আমরা রিঅ্যাকশন পেয়ে গিয়েছি।’

পুত্র শেহজাদ ও বুবলীর সঙ্গে শাকিব

একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়