ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ববির ‘মাস্টারমাইন্ড’র খবর কী?

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:২২, ১০ ডিসেম্বর ২০২৪
ববির ‘মাস্টারমাইন্ড’র খবর কী?

চলচ্চিত্র নায়িকা ইয়ামিন হক ববির গল্প দিয়ে এরই মধ্যে কয়েকটি  টেলিফিল্ম হয়েছে। এবার এই নায়িকার লেখা গল্প দিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র।  

ববির লেখা গল্পে ‘মাস্টারমাইন্ড’ সিনেমাটি নির্মাণ করছেন সৈকত নাসির। ববি সিনেমাটির গল্প লেখা শেষ করেছেন আগেই। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় সিনেমাটির শুটিং শুরু হয়নি বলে রাইজিংবিডিকে জানান ববি। 

সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, “মাস্টারমাইন্ড’ সিনেমার গল্প লেখার কাজ আগেই শেষ করেছি। দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে শুটিং শুরু করতে পারেননি নির্মাতা। আসছে নতুন বছর শুরুর দিকে এর দৃশ্যধারণ শুরু হবে।”

সিনেমাটির গল্প সর্ম্পকে এখনই কিছু বলতে চাচ্ছেন না এই নায়িক। তিনি বলেন,“সিনেমার গল্পটি এখনই বলতে চাচ্ছি না। তবে দর্শকদের ভালো লাগবে।”

ববি জানান, এই সিনেমার গল্প ও কনসেপ্ট তার নিজের। করোনাকালে ঘরবন্দি থাকার সময় কিছু গল্পের কথা ভেবে রেখেছিলেন তিনি। এর মধ্যে বাবা-মেয়ে আর স্বামী-স্ত্রীর থ্রিলিং কিছু ঘটনা নিয়ে গল্পটি সাজিয়েছেন। গল্পের সূত্র ধরে চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু।

কর্পোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়েই সিনেমার গল্প। গল্পটা নায়িকার হলেও, সিনেমাটি তাকে ঘিরে একদমই নয় বলে জানান ববি।
নির্মাতা নাসির জানান, ‘মাস্টারমাইন্ড’ পুরোপুরি অ্যাকশন থ্রিলার গল্প। শুটিং হবে দুবাই, রামুজি ফিল্ম সিটি এবং বাংলাদেশে।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। 
 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়