ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বাঘা যতীন’খ্যাত পরিচালক অরুণ রায় মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:১৭, ২ জানুয়ারি ২০২৫
‘বাঘা যতীন’খ্যাত পরিচালক অরুণ রায় মারা গেছেন

অরুণ রায়

‘বাঘা যতীন’খ্যাত ভারতীয় বাংলা সিনেমার পরিচালক অরুণ রায় মারা গেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত এক বছরের বেশি সময় ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন ৫৬ বছরের অরুণ রায়।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় অরুণ রায়কে। সেইসময়ে আইসিইউতে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। গত কয়েক দিনে তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিন্তু ক্রমশই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সর্বশেষ আজ সকালে থেমে যায় অরুণ রায়ের জীবনপ্রদীপ।

আরো পড়ুন:

অরুণ রায়ের হাত ধরে বাংলা সিনেমায় পা রাখেন অভিনেতা কিঞ্জল। তিনি পেশায় চিকিৎসকও। আর জি কর হাসপাতালে অরুণ রায়কে তিনিই ভর্তি করান। কিঞ্জল বলেন, “পরিচালককে ক্যানসার কাবু করে ফেলেছিল। নিয়মে থাকলেও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছিল। ফলে ফুসফুসে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে।”

২০২৩ সালে মুক্তি পায় অরুণ রায় নির্মিত সিনেমা ‘বাঘা যতীন’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক দেব। মুক্তির পর সিনেমাটি ভক্তদের মন ছুঁয়েছিল। কয়েক দিন আগে পরিচালককে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন দেব।

অরুণ রায়ের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী আনুশকা চক্রবর্তী। তিনি বলেন, “গতকাল রাত ১১টা নাগাদ হাসপাতাল থেকে যখন বের হই, তখনই অবস্থা খুব ডিটোরিয়েট করেছিল। আজ সাড়ে ৬টা নাগাদ একটা অ্যাটাক হয়েছে; হাসপাতাল থেকে ফোন করে এ খবর জানায়। তার আধঘণ্টা পরই কনফার্ম করে দেয়। হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়