ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হুমকি দিয়ে কোনো লাভ নেই, ‘বরবাদ’ প্রসঙ্গে ওমর সানি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:৪৮, ১৮ এপ্রিল ২০২৫
হুমকি দিয়ে কোনো লাভ নেই, ‘বরবাদ’ প্রসঙ্গে ওমর সানি

‘বরবাদ’ সিনেমার দৃশ্য, ওমর সানি

পবিত্র ঈদুল ফিতরে বেশ কটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সবকটি সিনেমাই দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। তবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা নিয়ে অধিক চর্চা হচ্ছে। বক্স অফিসে আয়ের হিসাব ঢাকাই সিনেমার জন্য আশা জাগানিয়া।   

দেশের নির্মাতা-অভিনেতারা ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে প্রশংসা করছেন। এবার এ নিয়ে নিজের বক্তব্য জানালেন চিত্রনায়ক ওমর সানি। শুক্রবার (১৮ এপ্রিল) নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নিজের ভাবনার কথা জানান ‘কুলি’ তারকা।

আরো পড়ুন:

ওমর সানি বলেন, “এবার ঈদে ‘বরবাদ’ বাম্পার হিট, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। অন্য সিনেমা সুপার হিট, হিট, ফ্লপ সেটাও অস্বীকার করার কোনো কারণ নেই, ভালোটার প্রশংসা করতেই হবে। আমি বলছি অন্য কথা, হিসাব আমরা যা দেখছি এভাবে যদি কলের পানির মতো টাকা আসতো তাহলে আমরা বসে থাকতাম না, সিনেমা বানাতাম। আমাদেরও প্রোডাকশন ছিল, সিনেমাও বাম্পার হয়েছে সবাই জানে, তার সাথে সাথে কেউ যদি প্রশংসা করে কিংবা সমালোচনা করে তাকে হুমকি দিতে হবে এটা ঠিক না।”

‘ফ্লপ’ নয় ‘হিট’ শব্দটা শুনতে চান ওমর সানি। তা উল্লেখ করে তিনি বলেন, “প্রশংসা করলেও বিপদ, অন্য আরেকজন এসে বলবে, ‘আপনি প্রশংসা করলেন কেন?’ প্রশংসাও করতে হবে, সমালোচনাও করতে হবে, একসাথে কাজও করতে হবে, হুমকি দিয়ে কোনো লাভ নেই; এগুলি শুনতে আর ভালো লাগে না। হিসাব দেবার কিছু নাই, পরবর্তী সিনেমার প্ল্যান করেন চলচ্চিত্রের মানুষ কাজ পাক, সেটা আমরা চাই, বাম্পারহিট শুনতে চাই, সুপারহিট শুনতে চাই, হিট শুনতে চাই, ফ্লপ শব্দটা শুনতে চাই না। শুনতে চাই, এই টাকা দে সিনেমা বানাই।”

ওমর সানির বক্তব্যের বিষয়গুলো স্পষ্ট হলেও, কে বা কারা হুমকি দিচ্ছেন সে বিষয়টি পরিষ্কার করেননি। এ নিয়ে নেটিজেনরাও তাকে প্রশ্ন করেছেন। তবে বিষয়টি নিয়ে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়