ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারকাদের ব্যাংক হিসাব জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২২ জুন ২০২৫   আপডেট: ১৬:৫১, ২২ জুন ২০২৫
তারকাদের ব্যাংক হিসাব জব্দ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকির অভিযোগে শোবিজ অঙ্গনের একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে। এই তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, নবাগত প্রজন্মের জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া ও অভিনেত্রী সাবিলা নূরসহ অনেকে।

গত ১৫ জুন কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে মোট ২৫ জনের নাম উল্লেখ করে ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত জানানো হয়। সেই তালিকায় শোবিজ অঙ্গনের অন্যতম হলেন— নুসরাত ইমরোজ তিশা ও আহমেদ শরীফ।

আরো পড়ুন:

এনবিআর সূত্র জানিয়েছে, সময়মতো কর পরিশোধ না করায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর কর্মকর্তা বলেন, “বেশ কয়েকজন কর পরিশোধ করেছেন, কেউ কেউ সময় নিয়েছেন। কর পরিশোধের পর স্বাভাবিক নিয়মেই ব্যাংক হিসাব চালু হয়ে যাবে।”

তবে আলোচিত এ ঘটনা নিয়ে সংশ্লিষ্ট তারকাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। ফোনে একাধিকবার চেষ্টা করেও নুসরাত ফারিয়ার মন্তব্য পাওয়া যায়নি। অভিনেত্রী মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়