ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জায়েদ খানের অতিথি তানজিন তিশা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৩ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৫২, ৩ জুলাই ২০২৫
জায়েদ খানের অতিথি তানজিন তিশা

জায়েদ খানের সঙ্গে তানজিন তিশা

দীর্ঘদিন ঢাকাই চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয়ের পর নতুন ভূমিকায় হাজির হচ্ছেন জায়েদ খান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-এর আয়োজনে শুরু হতে যাচ্ছে বিশেষ টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এটি উপস্থাপনা করছেন এই ঢালিউড তারকা। 

এ অনুষ্ঠানের প্রথম পর্বেই অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। শুক্রবার (৪ জুলাই), বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। 

আরো পড়ুন:

এ অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজকরা জানান, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ থাকবে দেশ ও প্রবাসের তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসজীবনের চড়াই-উৎরাই, সংগ্রামের গল্প, সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং নতুন প্রজন্মের চিন্তা ও উদ্ভাবনের ঝলক। সঙ্গে থাকবে আড্ডা ও মানবিক কথোপকথন—যা ছুঁয়ে যাবে দর্শকের মন। 

ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন বলেন, “এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার সাহসী এক পদক্ষেপ। জায়েদ খানকে এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত।” 

নতুন এই ভূমিকায় উচ্ছ্বসিত জায়েদ খান নিজেও। তিনি বলেন, “এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে উঠে আসবে আমাদের না-বলা গল্পগুলো—বাস্তব, অনুপ্রেরণামূলক এবং হৃদয়ে নাড়া দেওয়ার মতো।” 

এই অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনের জটিলতা, সংগ্রাম, সাফল্য এবং অভিজ্ঞতা তুলে ধরতে চান তিনি। 

বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। তবে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে আয়োজিত শোয়ে অংশ নিচ্ছেন তিনি।  

জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন ও পাপিয়া মাহি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেন জাহিদ হোসেন।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়