অসম বিয়ে: স্বামীর সঙ্গে শক্তিশালী সম্পর্কের মূলমন্ত্র জানালেন প্রিয়াঙ্কা
জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন। ভালোবেসে দশ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন। দাম্পত্য জীবনের অর্ধ যুগের বেশি সময় পার করেছেন। তাদের সংসার আলো করে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তানও। বিয়ের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্বামীর সঙ্গে বসবাস করছেন প্রিয়াঙ্কা।
কয়েক দিন আগে ভারতীয় ম্যাগাজিন ইস্কয়ার ইন্ডিয়া প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে প্রচ্ছদ সাজিয়েছেন। এ সংখ্যায় প্রিয়াঙ্কা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, আপনি আর নিক (নিক জোনাস) ভিন্ন জগৎ থেকে এসেছেন। তারপরও আপনাদের দাম্পত্য বন্ধন শক্তিশালী। আপনাদের এই সম্পর্কের মূল ভিত্তি কী?
এ প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “নিক এখন আমার সামনেই বসে আছে। এটা খুবই মজার ব্যাপার। কারণ সে আমার উত্তর শুনছে। আমরা এখন উইম্বলডনের পথে। আমার মনে হয়, আমাদের সম্পর্কের ভিত্তি—বিশ্বাস। যে বিশ্বাস আপনার মানুষটাকে সবসময় আপনার কাছে রাখবে।”
একটি ঘটনা উল্লেখ করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “বিয়ের প্রথম দিকে উপলদ্ধি করেছিলাম—আমার স্বামী যখন আমার হাত ধরে, আমরা যখন একটা ঘরে প্রবেশ করি, তখন আমি একা বোধ করিনি। বরং আমি নিরাপদ, সুরক্ষিত বোধ করেছিলাম।”
খানিকটা ব্যাখ্যা করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “সত্যি বলতে, এসব বিষয় সবসময়ই একজন সঙ্গীর কাছ থেকে চেয়েছিলাম। এমনকি ঘরের বাইরে থেকেও সে বুঝতে পারবে, আমার এক গ্লাস পানি বা অন্য কিছুর প্রয়োজন আছে কি না। পরস্পরের যত্ন নেওয়ার ক্ষেত্রে তার সহজাত প্রবৃত্তি অবিশ্বাস্য।”
প্রিয়াঙ্কার জীবনে তার স্বামী নিক জোনাস নির্ভরতার প্রতীক। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, “আমাদের সম্পর্ক নিয়ে তৃপ্তি অনুভব করি। তার সবচেয়ে বড় কারণ আমি তার উপর নির্ভর করতে পারি।”
ক্ষমতাধর নারীর বন্ধু হওয়ার জন্য পুরুষদের কী পরামর্শ দেবেন? জবাবে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “এটা একটা ভালো পরামর্শ। আমি বলব, আপনার সঙ্গীর জয় মানে আপনার পরাজয় নয়। আপনার সঙ্গীর জয় মানে আপনারও বিজয়। তার সঙ্গে আপনিও বিজয়ী হন। তার সাফল্যে গর্বিত হন। আপনার সঙ্গীর সাফল্যকে আপনার সাফল্যের সঙ্গে তুলনা করবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।
ঢাকা/শান্ত