ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমাকে বিব্রত-বিরক্ত করে আপনাদের কী উপকার, প্রশ্ন এডলফের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২৯ জুলাই ২০২৫  
আমাকে বিব্রত-বিরক্ত করে আপনাদের কী উপকার, প্রশ্ন এডলফের

এডলফ খান

মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন এডলফ খান। পরবর্তীতে টিভি ও চলচ্চিত্রে স্টাইলিশ ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি একটি পুরস্কার পেয়েছেন এডলফ। এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে—“দেশের সেরা সুদর্শন পুরুষের পুরস্কার পেয়েছেন এডলফ।” তারপর থেকে নেট দুনিয়ায় তাকে নিয়ে ট্রল করা হচ্ছে।

এ পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন এডলফ। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জানিয়েছেন, সেরা সুদর্শন পুরুষ নয়, সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি।

আরো পড়ুন:

এ বিষয়ে এডলফ খান বলেন, “আমি একজন শিক্ষিত-সচেতন-স্পষ্টভাষী মানুষ! আমি কখনো কোথাও বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন। তবে হ্যাঁ, আমি আল্লাহ প্রদত্ত বিশেষ মেধাসম্পন্ন একজন। আল্লাহ আমাকে জ্ঞান-বুদ্ধি-ব্যক্তিত্ব, সরলতা, উদারতা, অন্যকে সম্মান ও ভালোবাসা দেয়ার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাকে নিয়ে তর্ক-বিতর্ক না করে, মাথা খাটিয়ে ভাবুন, আমি কখনো কোথাও এমন কোনো কথা বলতে পারি কি না!” 

সেরা সুদর্শন পুরুষ নয়, সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন এডলফ। তা জানিয়ে তিনি বলেন, “কখনো কেউ বলতে পারবেন না, মুখে হাসি ছাড়া আমি কারো সাথে কথা বলেছি। ভালোবাসা না ছড়িয়ে বিদায় নিয়েছি। আপনারা নিশ্চয়ই কম বেশি আমার সাক্ষাতকারের সাথে পরিচিত। আমাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। কোনো সুন্দর প্রতিযোগিতার সেরা সুদর্শন হিসেবে নয়। আমি বরাবর ব্যতিক্রম, সবার মতো নই। কারো মতো হবো না বলেই শুধু এডলফ খানই হতে চেয়েছি।”  

প্রশ্ন ছুড়ে দিয়ে এডলফ খান বলেন, “যারা ভুল সংবাদ ছড়ালেন, আমার বাবার অসুস্থতার সময় আমাকে বিব্রত বিরক্ত করলেন, জোর করে আমাকে ট্রেন্ডিংয়ে আনলেন, তারা আসলে কি চেয়েছিলেন? উপকার না কি অপকার? বিবেক, ক্ষমা—এই শব্দ দুইটির সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত।” 

কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েও ভালোবাসা থেকে শোবিজ অঙ্গনে পা রাখেন এডলফ। ২০০৮ সালে র‌্যাম্প মডেল বুলবুল টুম্পার একটি গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। এরপর র‌্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি চিত্রনায়িকা নিপুণের অধিকাংশ সিনেমায় স্টাইল ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি। 

লিপটন চা, বাংলালিংক, আরসি কোলাসহ বেশকিছু পণ্যের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন এডলফ খান। তাছাড়া আবু সাইয়ীদের ‘জীবনমৃত্যু’, পার্থ সরকারে ‘আমাদের শার্লক হোমস’, নরেশ ভূঁইয়ার ‘নীল অপরাজিতা’, ‘উইপোকা’সহ বেশকিছু টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়