এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি, পরীমণির ইঙ্গিতপূর্ণ পোস্ট
পরীমণি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করেন রিপন হোসেন নামে দলটির এক কর্মী। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ বিএনপির মঞ্চে হাজির হওয়া অপু বিশ্বাসকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও খোকসা উপজেলা বিএনপি জানিয়েছে, এটি তাদের দলের কোনো অনুষ্ঠান ছিল না। তারপরও বিতর্ক থেমে নেই। সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমণি তার ভেরিফায়েড ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দিয়েছেন। পরীমণি লেখেন, “আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে, দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।”
পরীমণি তার স্ট্যাটাসে কারো নাম উল্লেখ করেননি। তারপরও দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। এক ঘণ্টায় এই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৬৯ হাজার। মন্তব্য প্রায় ১৪ হাজার। নাহিদা নামে একজন লেখেন, “তারপরও ভালো আপনার মতো বেডা বদলায় না। ভাই, আমি কিন্তু অপু বিশ্বাসের ফ্যান না।”
এক সময় অপু বিশ্বাসের সঙ্গে সুসম্পর্ক ছিল পরীমণির। সেই ইঙ্গিত দিয়ে মুন্নি নামে একজন লেখেন, “মানুষের মন মানসিকতা এমন কেন জানি না। একটা সময় কারো সাথে খুব ভালো সম্পর্ক থাকে। কোনো কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেল একজন আরেকজনের বদনাম করে।”
সাজ্জাদ নামে একজন লেখেন, “একজন একটা অনুষ্ঠানে গেলে কি সে দলের হয়ে যায়। আর সে বলছে, শিল্পীদের কোনো দল নাই। কি অপরাধ করছে। আপু নিজের দিকে একবার তাকান। ইতিহাস সবাই যানে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
ঢাকা/শান্ত