ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ে, সন্তান—সবকিছুই নিয়তির ব্যাপার: সাবা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:২১, ২৯ অক্টোবর ২০২৫
বিয়ে, সন্তান—সবকিছুই নিয়তির ব্যাপার: সাবা

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। ছোট ও বড় পর্দায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। সীমানা পেরিয়ে বলিউডের সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি পাকিস্তানি অভিনেতা উসমান মুখতারের সঙ্গে একটি প্রজেক্টে অভিনয় করেছেন সাবা কামার। পাকিস্তানি শোবিজ অঙ্গনে প্রচলিত রয়েছে, এ অভিনেতার সঙ্গে যে অভিনেত্রী অভিনয় করেন, তারই বিয়ে হয়ে যায়! ফলে সাবার বিয়ের গুঞ্জন নিয়ে চর্চা আরো জোরালো হয়। যদিও বিষয়টি নিয়ে এতদিন নীরব থাকার পর মুখ খুলেছেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাবা কামার বলেন, “ভালোবাসা কে না চায়!” বিয়ে ভাগ্যের ওপর নির্ভরশীল বলে মনে করেন সাবা কামার। তার ভাষায়—“যদি আপনার নিয়তিতে লেখা থাকে, তাহলে আপনি চাইলেও তা এড়াতে পারবে না।” 

সাবা কামার তার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “ভালোবাসার জন্য সময় লাগে, বিয়ের জন্য সময় লাগে, আর এসবের পরেও সময়ের প্রয়োজন হয়। আমার তো এখন আট ঘণ্টা ঘুমানোরও সময় নেই!” 

‘কেস নং ৯’খ্যাত অভিনেত্রী সাবা কামার বলেন, “আসলে বিয়ে, সন্তান—সবকিছুই নিয়তির ব্যাপার। সময়ের আগে বা পরে এগুলো হয় না।”

ইউনিসেফের অ্যাম্বাসেডর সাবা কামাকার বলেন, “জীবনে স্থিতিশীলতা কে না চায়, তৃপ্তি কে না চায়, ভালোবাসা কে না চায়, ভালোবাসা পাওয়া কে না পছন্দ করে? তাই বলব, যখন ভাগ্যে লেখা থাকবে, তখনই সেটি ঘটবে, যার সঙ্গে লেখা থাকবে তার সঙ্গেই ঘটবে।”

পাকিস্তানের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন সাবা কামার। তবে পাকিস্তানের গুজরানওয়ালা শহরে বেড়ে উঠেছেন। পড়াশোনার উদ্দেশ্যে লাহোরে বসবাস শুরু করেন সাবা। সেখানে অভিনয়ে হাতেখড়ি এই অভিনেত্রীর। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পদচারণা শুরু সাবা কামারের। তবে অল্প সময়ের মধ্যেই রূপ আর অভিনয় দক্ষতার পরিচয় দেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করেও জনপ্রিয়তা লাভ করেন।

২০০৫ সালে টেলিভিশন সিরিজ ‘মেইনে আরাত হু’-এর মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে সাবার। ২০১৩ সালে উর্দু ভাষার ‘আইনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এতে ইরফান খানের সঙ্গে অভিনয় করেন সাবা। সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া পাকিস্তানি অভিনেত্রীদেরও অন্যতম এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়