ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিরের ব্লকবাস্টার সিনেমার প্রস্তাব কেন ফেরান ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:০৬, ৬ নভেম্বর ২০২৫
আমিরের ব্লকবাস্টার সিনেমার প্রস্তাব কেন ফেরান ঐশ্বরিয়া?

বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার শরীরি সৌন্দর্য, অনন্য রুচি, নিখুঁত ফ্যাশন সেন্স ও অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে সারা বিশ্বের দর্শকদের মুগ্ধ করেছেন। ১৯৯৪ সালের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে আনেন।

১৯৯৭ সালে তামিল সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ঐশ্বরিয়া। একই বছর ববি দেওলের সঙ্গে পর্দা ভাগ করে বলিউডে যাত্রা শুরু করেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু বলিউডের ব্লকবাস্টার ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার প্রস্তাব ফেরান এই অভিনেত্রী। 

আরো পড়ুন:

আমির খান অভিনীত আলোচিত ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার প্রস্তাব কেন ফিরিয়েছিলেন ঐশ্বরিয়া? ২০১২ সালে ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তার পেছনের কারণ ব্যাখ্যা করেন এই অভিনেত্রী।

এ আলাপচারিতায় ঐশ্বরিয়া রাই বলেন, “অনেকে মনে করেন, আমি-ই নাকি বিউটি পেজেন্ট থেকে সিনেমায় আসার পথটা তৈরি করেছি। কিন্তু বিষয়টা আসলে তা নয়। সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই আমার হাতে চারটি সিনেমার প্রস্তাব ছিল।”

কারণ ব্যাখ্যা করে ঐশ্বরিয়ার রাই বলেন, “মূলত, চলচ্চিত্র জগৎ থেকে কিছু কাল দূরে থাকার জন্য মিস ইন্ডিয়াতে অংশ নিয়েছিলাম। আমি যদি মিস ইন্ডিয়াতে অংশ না নিতাম, তাহলে ‘রাজা হিন্দুস্তানি’ আমার প্রথম সিনেমা হতো।”

‘রাজা হিন্দুস্তানি’ সিনেমা পরিচালনা করেন ধর্মেশ দর্শন। কিছু দিন আগে বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দেন এই পরিচালক। এ আলাপচারিতায় ঐশ্বরিয়ার বক্তব্যকে ‘সত্য’ বলে মন্তব্য করেন। 

ধর্মেশ দর্শন বলেন, “সে (ঐশ্বরিয়া) আমার প্রথম পছন্দ ছিল। কিন্তু তাকে তৎকালীন সময়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য জরুরিভিত্তিতে বিদেশ যেতে হয়েছিল। আমি এমন কাউকে চেয়েছিলাম যে, তার সম্পূর্ণ সময়টা দিতে পারবে। ঐশ্বরিয়া অত্যন্ত বিনয়ের সঙ্গে বিষয়টি গ্রহণ করেছিলেন, কোনো কষ্ট পাননি।”

সর্বশেষ ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমায় ঐশ্বরিয়ার চরিত্রে অভিনয় করেন কারিশমা কাপুর। সিনেমাটি মুক্তির পর অসাধারণ অভিনয়ের জন্য দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। কেবল তাই নয়, বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। নব্বই দশকের অন্যতম সফল ও সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রে পরিণত হয় এটি।

স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানায়, ১৯৯৬ সালের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমা। ৬ কোটি রুপি বাজেটের এ সিনেমা ভারতে আয় করে ৬০.৪৮ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করে ১৫.৯ কোটি রুপি। সিনেমাটির মোট আয় দাঁড়ায় ৭৬.৩৮ কোটি রুপি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়