সম্মাননা পাচ্ছেন বশির আহমেদ, সৈয়দ আব্দুল হাদী ও জুয়েল আইচ
বশির আহমেদ, সৈয়দ আব্দুল হাদী ও জুয়েল আইচ
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর আয়োজনে ৩৬তম ট্রাব বিজনেস, সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫-এ আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বরেণ্য তিন শিল্পী। প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদকে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা। পাশাপাশি আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ।
ট্রাবের সভাপতি সালাম মাহমুদ জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে জমকালো আয়োজনে এ সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে অর্থ, শিল্প, বাণিজ্য, চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও সাংবাদিকতা বিভাগের কৃতিজনদের পুরস্কৃত করার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক আয়োজন। সংগীত ও সংস্কৃতিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই তিন গুণী শিল্পীকে সম্মান জানাচ্ছে ট্রাব।
ঢাকা/রাহাত/শান্ত