বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে আহত সাইয়ানের মৃত্যু
হালিম আল রাজী || রাইজিংবিডি.কম
হিলি প্রতিনিধি : হিলি সীমান্তের ফকিরপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সাইয়ান ইসলাম (১৯) তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
মঙ্গলবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
সাইয়ান ইসলাম হাকিমপুর উপজেলার ফকিরপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
সাইয়ানের মা শামসুননাহার রাইজিংবিডিকে বলেন, ‘গত রোববার ভোরে বিজিবি সদস্যরা কোনো কারণ ছাড়াই আমার ছেলেকে চায়নিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রচুর বমি ও রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিল। পরে আজ সকালে সে মারা যায়।’
এদিকে তার মৃত্যুকে কেন্দ্র করে সীমান্তসংলগ্ন ফকিরপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লোকজনের মধ্যে একধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার ভোরে সীমান্তের ফকিরপাড়া এলাকায় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাইয়ান ইসলাম গুরুতর আহত হন।
রাইজিংবিডি/হিলি/১২ মে ২০১৫/হালিম আল রাজী/রুহুল/এএন
রাইজিংবিডি.কম