ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে প্রেমিক

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১৯ আগস্ট ২০২২   আপডেট: ১৪:৪৪, ১৯ আগস্ট ২০২২
বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে প্রেমিক

প্রতীকী ছবি

সিনেমা কিংবা নাটকে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য বোরকা পরে পরিচয় গোপন করেন প্রেমিক। কিন্তু এবার বাস্তবেই ঘটেছে এই ঘটনা।

জানা যায়, ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার। বোরকা পরা এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। ওই যুবককে বোরকা পরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে বোরকা থেকে মুখ বের করতে বলেন তারা। এরপর বোরকার ভেতর যুবকটিকে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

আরো পড়ুন:

পুলিশ জানায়, ২৫ বছর বয়সী ওই যুবক অন্য স্থানে চাকরি করেন। সেখানে যওয়ার আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এলাকায় তাকে সবাই চেনেন জন্য পরিচয় গোপন করতে বোরকা পরে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কিন্তু তার পরিকল্পনা ভেস্তে যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফ আলী নামের ওই যুবকের বিরুদ্ধে ‘শান্তি ভঙ্গের’ অভিযোগ আনা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।

এখানেই শেষ নয়, স্থানীয়দের একজন এই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। সেটি ভাইরালও হয়েছে।

তবে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। গত বছর উত্তর প্রদেশের ভাদোহি জেলায় এক ব্যক্তি বিয়ের কনে সেজে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েন। পরে প্রেমিকার আত্মীয়-স্বজনদের মারধরের শিকার হন তিনি।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়