ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নওগাঁয় মন্দিরে দুর্বৃত্তদের আগুন

লোকমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১১ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নওগাঁয় মন্দিরে দুর্বৃত্তদের আগুন

নওগাঁ জেলার মানচিত্র

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার রসপুর গুচ্ছগ্রামের হিন্দু ও আদিবাসী পল্লির রাসলক্ষী মন্দিরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

তবে গ্রামবাসী দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে মন্দিরে থাকা ৬টি প্রতিমার কোনো ক্ষতি না হলেও  মন্দিরের বেড়া ও টিনের ছাউনির পুড়ে গেছে।

ওই গ্রামের বাসিন্দা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বৈদ্যনাথ বাবু বলেন, রাত আড়াইটার দিকে মন্দিরে আগুন লাগে। তাৎক্ষণিক গ্রামবাসীকে ঘুম থেকে ডেকে আগুন নেভানো হয়।

নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবলাল টুডু বলেন, গুচ্ছগ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রায় ৩ বছর ধরে অস্থায়ীভাবে ওই মন্দির নির্মাণ করে পূর্জা-অর্চনা করছে আসছেন। হঠাৎ মন্দিরে আগুনের ঘটনায় ওই গ্রামের হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং স্থানীয় হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের লোকজনদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস  দেওয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি/১১ জুন ২০১৪/লোকমান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়