ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আহত হাতির প্রতি অন্য হাতির দায়িত্ববোধ

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৫৮, ১৭ জানুয়ারি ২০২৬
আহত হাতির প্রতি অন্য হাতির দায়িত্ববোধ

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের করবেট জাতীয় উদ্যানে প্রাণীজগতের এক অনন্য দৃশ্য ধরা পড়েছে। এশিয়ান বন্য হাতি এমন এক মানবিক আচরণ দেখিয়েছে, যেটি মানুষকে ভাবিয়ে তুলেছে। সেখানে একটি আহত হাতি রাস্তা পার হতে গিয়ে পারছিল না, কারণ রামনগর ভান্ডারপানি রাস্তাটাতে গাড়ি চলাচল করছিলো। সেই সময়  বড় একটি বন্য হাতি  রাস্তায় দাঁড়িয়ে যান চলাচল থামিয়ে দেয় আর আহত হাতিটি নির্বিঘ্নে রাস্তা পার হয়ে যায়। 

যখন বড় হাতিটি এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় এবং জোরে ডাক দেয়—তখন গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। হাতিটি গর্জে উঠে যেন বোঝাতে চাইছিলো ‘থেমে যাও — অপেক্ষা করো’ । এরই কিছু মুহূর্তের মধ্যে আহত সদস্যটি খুঁড়িয়ে ধীরে ধীরে নিরাপদে রাস্তা পার হয়। পরে বড় হাতিটি তার কাজ শেষ করে সরে দাঁড়ায়। এরপরই স্বাভাবিকভাবে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। 

আরো পড়ুন:

ভারতীয় গণমাধ্যমের তথ্য, ঘটনাটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার দীপ রাজোয়ারের ক্যামেরায় ধরা পড়েছে। যিনি নিজেও জানান যে, ‘‘প্রথমে বুঝতে পারেননি হাতিটির ডাক কোনো বিপদ সংকেত — বরং এটি ছিল সহমর্মিতা ও সহায়তার সংকেত।’’ 

বিশেষজ্ঞরা বলছেন, ‘‘বন্য হাতিরা খুবই সামাজিক প্রাণী। তারা নিজের দলে থাকা অসহায় বা আহত সদস্যদের প্রতি গভীর যত্ন ও সহানুভূতি দেখায়, এমন দৃশ্য দুর্ঘটনাস্থলগুলোতে মাঝে মাঝে দেখা যায়।’’
ঘটনাটি সহমর্মিতা ও দায়িত্ববোধের উদাহরণ।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়