ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৪০ বছর পর স্টেডিয়ামে খেলা দেখবেন ইরানের নারীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪০ বছর পর স্টেডিয়ামে খেলা দেখবেন ইরানের নারীরা

প্রায় ৪০ বছর পর বৃহস্পতিবার স্টেডিয়ামে প্রবেশ করে ফুটবল খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন ইরানের নারীরা। মাঠে দর্শক হিসেবে পুরুষদের প্রাধান্য দেওয়ায় ফিফার হুমকির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

গত মাসে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা নারীদের ফুটবল মাঠে প্রবেশের সুযোগ দেয়ার জন্য ইরানকে নির্দেশ দেয়। নির্দেশনা অমান্য করলে ইরানের সদস্যপদ বাতিলের হুমকিও দেয় ফিফা।

গত মাসে শাহর খোদায়ারি নামে এক ইরানি তরুণীকে পুরুষের পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশের সময় আটক করে পুলিশ। কারাদণ্ডের ভয়ে পরে ওই তরুণী আদালত চত্বরেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ইরানে।

বৃহস্পতিবার তেহরানের আজাদি স্টেডিয়ামে ২০২২ সালের বিশ্বকাপের বাছাইপর্বে ইরান ও কম্বোডিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। অগ্রীম টিকেট বিক্রি শুরুর আধাঘন্টার মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসনগুলোর টিকেট বিক্রি হয়ে গেছে। তবে ১০ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামটিতে আরো নারী দর্শক বসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়