ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় : ট্রাম্প

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসলেও তেহরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না ওয়াশিংটন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে এই ঘোষণা দিয়েছেন।

শুক্রবার জার্মান সংবাদমাধ্যম দার স্পাইজেলকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বসতে চায়। তবে এর আগে ইরানের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তাদের প্রত্যাহার করতে হবে।

এর জবাবে শনিবার এক টুইটে ট্রাম্প বলেছেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনা চায়, এর জন্য নিষেধাজ্ঞার প্রত্যাহার চায়। না, ধন্যবাদ।’

২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তেহরানের ওপর সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। চলতি মাসের প্রথম দিকে বাগদাদে ইরানের  কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়