ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফিলিস্তিনের কৃষিপণ্য রপ্তানি বন্ধ করে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিস্তিনের কৃষিপণ্য রপ্তানি বন্ধ করে দিল ইসরায়েল

ফিলিস্তিনিদের উপর একের পর এক জুলুম চালিয়েই যাচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল।

এবার জর্ডানের মধ্য দিয়ে বহির্বিশ্বে ফিলিস্তিনের কৃষিপণ্য রপ্তানির পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ঘোষণার কয়েকদিন পরই এ কাজ করল তারা।

ট্রাম্পের কথিত ওই ‘ডিল অব দ্য সেঞ্চুরি’কে ইসরায়েল সাধুবাদ জানালেও তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি জনগণ।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শক্তিশালী করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বিভিন্ন চেকপয়েন্টে শাক-সবজি আটকে দিয়েছে, যেগুলো বিদেশে রপ্তানির জন্য যাচ্ছিল।

ফিলিস্তিনি কৃষিমন্ত্রী রিয়াল আল-আত্তারি বলেন, রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সবাইকে ইসরায়েল জানিয়েছে, রোববার থেকে জর্ডান সীমান্ত দিয়ে বিশ্ববাজারে ফিলিস্তিনি কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ হচ্ছে।

জর্ডানের সঙ্গে পশ্চিম তীরের একটিমাত্র ক্রসিং রয়েছে এবং সেখান থেকে মানুষ ও পণ্য যাতায়াত নিয়ন্ত্রণ করার জন্য ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিন ইসরায়েল থেকে গরুর মাংস আমদানি বন্ধ করার পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়