ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাপানে ৬ হাজার মাস্ক চুরি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপানে ৬ হাজার মাস্ক চুরি

করোনাভাইরাস আতঙ্কে জাপানে মাস্কের সংকট দেখা দেওয়ায় এর দামও বেড়েছে। এরই মধ্যে দেশটিতে ছয় হাজার মাস্ক চুরির ঘটনা ঘটেছে।

জাপানিজ রেড ক্রস হাসপাতালের গুদাম ঘর থেকে চারটি বক্সে থাকা মাস্কগুলো চুরি হয়েছে বলে মঙ্গলবার হাসপাতালটির এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, ‘এরপরও আমাদের কাছে প্রচুর মাস্ক রয়েছে- হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য এগুলো যথেষ্ঠ। তবে এটি অত্যন্ত দুখঃজনক।’

চোরেরা মাস্কগুলো বাজারে বিক্রি করবে বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আঠারো শতাধিক ছাড়িয়েছে। সংক্রমণ প্রতিরোধে চীনের আশেপাশের অঞ্চল ও দেশগুলোতে বেড়ে গেছে মাস্ক, হাত স্যানিটাইজার ও টয়লেট পেপারের চাহিদা। সোমবার হংকংয়ে ছুরি হাতে এক ডেলিভারি ভ্যান চালকের ওপর হামলা চালায় এক ব্যক্তি। ওই ভ্যান থেকে শতাধিক টয়লেট পেপারের রোল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারী।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়