ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় প্রথম মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন মারা গেছে। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। বুধবার সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরো ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১০৪ এ পৌঁছেছে।

অবশ্য সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

নতুন আক্রান্তের অধিকাংশই দেশটির দক্ষিণের শহর দায়েগুর বাসিন্দা। শহরের একটি গির্জায় যোগ দেওয়া এক প্রার্থণাকারীর মাধ্যমে ভাইরাসটি ছড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়