ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০০, ৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২৫

দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় পঁচিশজন মারা গেছে। এছাড়া আহত হয়েছে ৬২ জন।

সোমবার সকালে দেশটির উপকূলীয় পূর্বাঞ্চলীয় কেপ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পরিবহন মন্ত্রী ফিকিলে মবলুলার বরাত দিয়ে বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ৮০ জনেরও বেশি যাত্রী  নিয়ে বাসটি বাটারওয়ার্থ শহর থেকে চেবে এলাকার দিকে যাচ্ছিল। পথে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে খাড়া বাঁধ ভেঙে বাস খাদে নেমে যায়।

দুর্ঘটনায় নিহত হওয়া বেশিরভাগই সরকারের দেওয়া সামাজিক অনুদান নিতে যাচ্ছিল।

দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসা দুর্ঘটনা কবলিতদের জন্য দুঃখপ্রকাশ করে বলেন, নিহতদের অনেকেই অবসরপ্রাপ্ত ব্যক্তি ও তরুণ শিক্ষার্থী। আমাদের বয়স্ক ব্যক্তি ও শিশুদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হওয়া উচিত। কারণ তারা অন্যদের ওপর নির্ভরশীল।

এর আগে ২০১৫ সালে মারাত্মক এক বাস দুর্ঘটনায় ৩৫ জন প্রাণ হারিয়েছিল।

উন্নত সড়ক ব্যবস্থা থাকা সত্ত্বেও, কিছু যানবাহন গতি বৃদ্ধির জন্য দক্ষিণ আফ্রিকা এই অঞ্চলে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে।

রোড ট্র্যাফিক ট্র্যাফিক ম্যানেজমেন্ট করপোরেশনের তথ্য থেকে দেখা যায় যে, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৪ হাজারেরও বেশি লোক মারা গিয়েছে।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়