ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ২ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ২ লাখ  ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। বুধবার ওয়াল্ড মিটার্স এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ৫০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ পাঁচ হাজার ৩৫  জনে দাঁড়িয়েছে।

একই সময় দেশটিতে করোনাভাইরাসে ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মোট মৃতের সংখ্যা চার হাজার ৫১৬ জনে গিয়ে ঠেকলো।

যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি নিউ ইয়র্কে। এখানে ৮৩ হাজার ৭১২ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন এক হাজার ৯৪১ জন। তালিকায় এর পরের অবস্থানে আছে নিউ জার্সি। এখানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৫৫ জন, আর মারা গেছেন ৩৫৫ জন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়