ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অন্যকে বাঁচাতে নিজের লাইফ সাপোর্ট দিয়ে দিলেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৫, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অন্যকে বাঁচাতে নিজের লাইফ সাপোর্ট দিয়ে দিলেন

করোনায় আক্রান্ত ৯০ বছর বয়সি এক বৃদ্ধা নিজের শ্বাস-প্রশ্বাস চালু রাখার কৃত্রিম যন্ত্র (ভেন্টিলেটর) অপর এক তরুণ রোগীকে বাঁচাতে দিয়ে দেন। অন্যকে বাঁচানোর এই প্রয়াসের পর তিনি নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঘটনাটি বেলজিয়ামের লুব্বেকের কাছের শহর বিনকমের বাসিন্দা সুজান হোয়েলার্টসের (৯০) জীবনে।

বুধবার (১ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সুজান হোয়েলার্টস। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শ্বাস-প্রশ্বাস চালু রাখার কৃত্রিম যন্ত্র (ভেন্টিলেটর) প্রয়োজন পড়ে। কিন্তু সেই ভেন্টিলেটর তিনি ব্যবহার না করে দিয়ে দেন অপর এক তরুণ রোগীকে বাঁচানোর জন্য।

তিনি ডাক্তারকে বলেন, ‘কৃত্রিম যন্ত্র আমি ব্যবহার করতে চাই না। এটিকে যত্ন করে রাখুন কোনো এক তরুণ রোগীর জন্য। এরই মধ্যে আমি বহু বছর বেঁচেছি। একটি সুন্দর জীবন কাটিয়েছি।’

হাসপাতালে ভর্তি হওয়ার পর ২২ মার্চ তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তার মেয়ে তাকে দেখতে যেতে পারেননি।

তার মেয়ে জিদাথ বলেন, ‘শেষ সময়ে আমি তার পাশে থাকতে পারিনি। তাকে আমি বিদায়ও জানাতে পারিনি। তার অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নেওয়ারও সুযোগ পাইনি।’

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ