ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লকডাউন না মানলে হত্যা মামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লকডাউন না মানলে হত্যা মামলা

করোনাভাইরাস মহামারিতে লকডাউন অমান্য করায় মেক্সিকোতে গুলি করে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়া ও সিঙ্গাপুরও জেল-জরিমানার বিধান করেছে। তিউনিসিয়াও কঠোর পদক্ষেপ নিলো, লকডাউন না মেনে কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ালে তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হবে।

তিউনিসিয়ায় এপর্যন্ত ৬২৮ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ২৪ জনের। লকডাউন কার্যকরে এই সপ্তাহে রাস্তায় রোবট নামায় সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানালো, লকডাউন না মেনে দায়িত্বজ্ঞানহীনভাবে করোনা ছড়ালে অনিচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগ আনা হবে।

গত সপ্তাহে রাশিয়া এক ঘোষণায় জানায়, কোয়ারেন্টাইন ভঙ্গকারীদের জন্য কারো মৃত্যু হলে ৭ বছরের জন্য জেলে পাঠানো হবে তাকে। এছাড়া সিঙ্গাপুরে লকডাউন অমান্য করলে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার ডলার জরিমানার শাস্তি রয়েছে।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়