ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শাদে সেনাবাহিনীর অভিযানে ‘১ হাজার জঙ্গি’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাদে সেনাবাহিনীর অভিযানে ‘১ হাজার জঙ্গি’ নিহত

আফ্রিকান দেশ শাদে সেনাবাহিনীর অভিযানে বোকো হারামের কমপক্ষে এক হাজার জঙ্গি নিহত হয়েছেন।

গত ৩১ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে ৫২ সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) শাদ সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বৃহস্পতিবার শাদ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, চাদ হ্রদের সীমান্তবর্তী এলাকাগুলোতে থাকা জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জঙ্গিদের অস্ত্র সজ্জিত বেশ কিছু গাড়ি ধ্বংস করা হয়।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজেম বারমেনদোয়া আগৌনা বলেন, গত মাসে বোকা হারামের হামলায় ১০০ সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই সেনা অভিযান চালানো হয়।

বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন। সংগঠনটি আল-কায়েদার মতো পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়