ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভারতে দুই মাস পর অভ্যন্তরীণ ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে দুই মাস পর অভ্যন্তরীণ ফ্লাইট চালু

করোনাভাইরাসে গোটা ভারতে লকডাউনের দুই মাস পর আজ সোমবার থেকে চালু হলো অভ্যন্তরীণ ফ্লাইট।

অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়া সব অঙ্গরাজ্যে সীমিত পরিসরে শুরু হচ্ছে বিমান চলাচল। মঙ্গলবার ও বৃহস্পতিবার থেকে অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গেও চালু হবে অভ্যন্তরীণ ফ্লাইট। এ খবর টুইটে নিশ্চিত করেছেন দেশের বেসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরি।

শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে হরদীপ বলেছিলেন, ‘মহামারি ছড়িয়ে না পড়া নিশ্চিত করতে আগেভাগেই লকডাউন ঘোষণা করা ছিল গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। একটা সময়ে গিয়ে তা খুলে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। আজ ইস্যুকৃত এই আদেশ বহাল থাকবে ২৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।’

করোনার উপসর্গ নেই এমন যাত্রীরা বিমানে ভ্রমণ করতে পারবেন এবং মাস্ক পরা ও স্যানিটাইজার বহন করা বাধ্যতামূলক। গন্তব্যে রওনা দেওয়ার দুই ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে থাকতে হবে। স্বঘোষিত ফর্ম পূরণ করতে হবে ভ্রমণকারীদের এবং সরকারের করোনাসংশ্লিষ্ট অ্যাপ আরোগ্য সেতু ডাউনলোড করে রাখতে হবে।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়