ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাজিলে করোনায় মৃত্যু বেড়ে প্রায় ৩০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৯, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে করোনায় মৃত্যু বেড়ে প্রায় ৩০ হাজার

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও মৃত্যু বেড়েছে। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃত্যু ৩০ হাজারের কাছাকাছি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার আরো ১১ হাজার ৫৯৮ জনের আক্রান্তের খবর দিয়েছে। তাতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৫ লাখ ২৬ হাজার ৪৪৭ জন। গত শনিবার রেকর্ড ৩৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছিল।

একই দিন মৃত্যু ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৬২৩ জনের মৃত্যু হয়েছে, আগের দিন যা ছিল ৪৮০ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৯৩৭ জন।

ব্রাজিলে করোনায় সবচেয়ে খারাপ পরিস্থিতি সাও পাওলোতে। সেখানে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত, তাদের মধ্যে ৭ হাজার ৬১৫ জন মারা গেছেন।

আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিল। আর মৃত্যুতে তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালির পরে অবস্থান করছে।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ