ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পর্যটকদের জন্য শ্রীলঙ্কা খুলছে ১ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫২, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পর্যটকদের জন্য শ্রীলঙ্কা খুলছে ১ আগস্ট

পর্যটকদের জন্য সুখবর দিলো শ্রীলঙ্কা। নোভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ‘সফল’ দাবি করে ১ আগস্ট থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলছে দেশটির বন্ধ দুয়ার।

আগস্টের প্রথম দিন থেকে শ্রীলঙ্কায় যেতে পারবেন সব দেশের পর্যটকরা। বৈশ্বিক মহামারির কারণে গত মার্চ থেকে সব বিমানবন্দর বন্ধ রেখেছিল শ্রীলঙ্কা।

শনিবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা পর্যটন জানায়, বৈশ্বিক স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। অতিথি ও দেশবাসীকে নিরাপদ রাখতে সব ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।

এ পর্যন্ত শ্রীলঙ্কায় ১ হাজার ৮১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন ১১ জন।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়