ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৭, ১১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে

সুবিধাবঞ্চিত আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত মহাদেশটিতে আক্রান্ত হয়েছে সংখ্যা ২ লাখ ১২ হাজার ৯ জন। মারা গেছে ৫ হাজার ৭১৭ জন। আর সেরে উঠেছে ৯৭ হাজার ১৬৩ জন। খবর আল জাজিরা ও টেলিগ্রাফের।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে এ পর্যন্ত ৫৫ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২১০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ হাজার ২৮৪ জন আক্রান্ত হয়েছে মিশরে। মৃতের সংখ্যা ১ হাজার ৩৪২ জন।

নাইজেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮৭৩। মারা গেছে ৩৮২ জন। আলজেরিয়ায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪৮৪ জন, মৃত ৭৩২। ঘানায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ২০১ জন। মারা গেছে ৪৮ জন।

ক্যামেরুনে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৮১ জন, মৃত ২১২ জন। ৮ হাজার ৫০৮ জন আক্রান্ত হয়েছে মরোক্কোতে। মারা গেছে ২১১ জন।

এ ছাড়া সেনেগালে ৪ হাজার ৬৪০, কঙ্গোতে ৪ হাজার ৩৯০, জিবুতিতে ৪ হাজার ৩৭৩, গায়নায় ৪ হাজার ২৫৮ ও আইভোরিকোস্টে ৪ হাজার ১৮১ জন আক্রান্ত হয়েছে।

বাকি দেশগুলোতে আক্রান্তের সংখ্যা এখনো ৪ হাজারের ঘর স্পর্শ করেনি।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়