ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কানাডায় করোনা শনাক্ত এক লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৯, ১৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কানাডায় করোনা শনাক্ত এক লাখ ছাড়ালো

বিশ্বের ১৮তম দেশ হিসেবে কানাডায় করোনাভাইরাস শনাক্ত এক লাখ ছাড়ালো। বৃহস্পতিবার ৩৬৭ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা হলো এক লাখ ২২০ জন। তাদের ঠিক উপরে বাংলাদেশ।

সংক্রমণ কমতে থাকলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনও তাদের সামনে বড় চ্যালেঞ্জ। দেশে মৃত্রুর ৮০ শতাংশেরই বেশি হয়েছে নার্সিং হোমে। ১০টি প্রদেশে অর্থনীতি চালু হলেও কানাডার দুটি বড় শহর মন্ট্রিল ও টরোন্টোতে কড়াকড়ি আছে।

বৃহস্পতিবার ওন্টারিওতে ১৯০ জনের পজিটিভ হলে কানাডায় সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। একই দিন করোনায় মারা গেছেন ৪৬ জন। মোট মৃত্যু ৮ হাজার ২৬৬ জন।

মহামারির সংক্রমণ কমতে থাকলেও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা থেরেসা ট্যাম উদ্বেগ প্রকাশ করেছেন, ‘ভাইরাস এখনও অদৃশ্য হয়ে যায়নি। আমরা সব কানাডিয়ানকে মনে করিয়ে দিচ্ছি এটা স্বাভাবিক সময় নয়।’

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়