RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৮ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৩ ১৪২৭ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪২

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১২, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

নরেন্দ্র মোদি (ছবি: সংগৃহীত)

ভারতবাসীর উদ্দেশে আজ (মঙ্গলবার) বিকেল ৪ টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২৯ জুন) রাতে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবরে বলা হয়, সোমবার রাতে টিকটকসহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে ভারত। এর পরপরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৪ টায় নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

ভারতীয় সংবাদমাধ‌্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাষণে ঠিক কী নিয়ে বার্তা দেবেন মোদি, সে বিষয়ে স্পষ্ট করেননি। সম্ভবত করোনাভাইরাস পরিস্থিতি ও লকডাউন নিয়েই দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।

 

ঢাকা/সাইফ

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়