ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রে দৈনিক এক লাখ আক্রান্ত হতে পারে: ফাউচি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে দৈনিক এক লাখ আক্রান্ত হতে পারে: ফাউচি

শীর্ষ রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি মার্কিন সিনেটকে বলেছেন যে তিনি ‘অবাক হবেন না’ যদি নোভেল করোনাভাইরাসে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছায়।

আমেরিকানদের মধ্যে মাস্ক না পরা কিংবা সামাজিক দূরত্ব না মেনে চলার প্রবণতায় ফাউচি সতর্ক করলেন, ‘স্পষ্ট কথা হচ্ছে, আমরা এখনও নিয়ন্ত্রণের মধ্যে আসিনি।’ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন তিনি।

সিনেটের স্বাস্থ্য ও শিক্ষা কমিটির কাছে দেওয়া বিবৃতিতে এই শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ বলেছেন, ‘আমরা এখন একদিনে ৪০ হাজারের বেশি করোনা রোগী পাচ্ছি। এই অবস্থা না পাল্টালে আমাদের দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছালেও অবাক হবো না। এবং আমি খুবই উদ্বিগ্ন।’

মহামারিতে শেষ পর্যন্ত কতজন মারা যাবে তা বলতে নারাজ ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের পরিচালক। তবে বললেন, তা হতে যাচ্ছে ‘উদ্বেগজনক’।

মঙ্গলবার পর্যন্ত গত পাঁচ দিনে চারদিনই দৈনিক ৪০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। ফাউচি জানান, নতুন কোভিড-১৯ রোগীর অর্ধেকই ফ্লোরিডা, আরিজোনা, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৭ লাখের বেশি লোকের করোনা পজিটিভ হয়েছে, মারা গেছেন ১ লাখ ২৯ হাজারের বেশি।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ