ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাজিলে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো

ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ হাজার ৬৩২ জন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। মৃত্যুতে ব্রাজিলের সামনে আছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের ক্ষমতাধর দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৩১ হাজার ১৮২ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২৮ লাখ ১১ হাজার ৭৩৯ জন। ব্রাজিলে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ লাখ ৭৬ হাজার ৮৮৪ জন।

ব্রাজিলের দক্ষিণে ও মধ্যভাগে মৃতের সংখ্যা ৩৭ ও ৩৬ শতাংশ বেড়েছে। করোনায় বর্তমানে নাকাল হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। দেশটি করোনার ছোবলে রীতিমতো দিশেহারা।

ইতিমধ্যে দেশটিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের টিকার প্রয়োগ শুরু হয়েছে। ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্স ড্রাইভারদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে এই টিকা।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ