ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রথমবারের মতো ট্রেনে করে বাংলাদেশে শুকনা মরিচ পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রথমবারের মতো ট্রেনে করে বাংলাদেশে শুকনা মরিচ পাঠাচ্ছে ভারত

প্রথমবারের মতো বাংলাদেশি ট্রেনে করে শুকনা মরিচ পাঠাচ্ছে ভারত। বিশেষ পার্সেল ট্রেনে করে এই মরিচ পাঠানো হবে বলে শুক্রবার জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুশ গয়াল।

অন্ধ্র প্রদেশ এই শুকনা মরিচ বাংলাদেশ পাঠানো হবে জানিয়ে এক টুইটে তিনি বলেছেন,‘জাতীয় সীমান্তের বাইরে রপ্তানি বাড়াতে প্রথমবারের মতো বিশেষ পার্সেল ট্রেনে করে বাংলাদেশে শুকনা মরিচ পাঠানো হচ্ছে।’

ভারতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস অন্ধ্রপ্রদেশের গুন্তুর জেলা ও এর আশেপাশের এলাকাগুলো থেকে এর আগে বাংলাদেশে ট্রাকে করে মরিচ পাঠানো হতো তবে এবারই প্রথম এখান থেকে ট্রেনে করে বেনাপোল সীমান্ত পর্যন্ত মরিচ পাঠানো হবে। এছাড়া দেড় হাজার টনের নিচে মালবাহী ট্রেনে কোনো পণ্য পাঠাতে পারেন না কৃষক ও ব্যবসায়ীরা। এবার পার্সেলে ট্রেনে সেই সীমা কমিয়ে প্রতি ট্রিপে সর্বোচ্চ ৫০০ টন করা হয়েছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়