ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাংলাদেশে করোনার টিকার তৃতীয় ট্রায়াল চালাতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাংলাদেশে করোনার টিকার তৃতীয় ট্রায়াল চালাতে চায় চীন

বাংলাদেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চালানোর পরিকল্পনা করছে চীন। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীনের সুপরিচিত সিনোফার্ম ও ন্যাশনাল বায়োটেক তৃতীয় ধাপের ট্রায়ালে ৪০ হাজার মানুষকে পরীক্ষামূলক করোনার টিকা দিতে চাচ্ছে। এর জন্য প্রতিষ্ঠান দুটি দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সহযোগিতা চেয়েছে।

গত মাসে চীনের করোনার টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে পরিচালনার কথা জানানো হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেছিলেন, ‘সম্ভাব্য করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল চীনা কর্তৃপক্ষ বাংলাদেশে চালাতে পারে।’

বিশ্বে করোনাভাইরাসের ১৮টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর মধ্যে সাতটিই চীনের। দেশটির সরকারি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম টিকার ব্যাপক উৎপাদনের জন্য ইতোমধ্যে উহানে তাদের প্ল্যান্ট নির্মাণ শেষ করেছে।

 

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়