ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৈরুতে বিস্ফোরণ: নিহত অর্ধশত, আহত ২৭৫০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৮, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বৈরুতে বিস্ফোরণ: নিহত অর্ধশত, আহত ২৭৫০

মঙ্গলবার (৪ আগস্ট) লেবাননের রাজধানী বৈরুতে শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ৫০ জন মারা গেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএনএ নিউজ। নিহতদের মধ্যে রাজনৈতিক দল কাতায়েবের মহাসচিব নাজার নাজারিয়ানও রয়েছেন।

বিস্ফোরণের সময় নিজের কার্যালয়ে ছিলেন নাজারিয়ান। ‍গুরুতর আহত অবস্থায় মারা যান তিনি।

বৈরুত বন্দরের কাছের ওই বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহতের খবর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। এছাড়া ২৭৫০ লোক আহত হয়েছেন বলে জানান তিনি।

বিস্ফোরণের কারণ এখনও অজানা।

রাজধানীর বহু হাসপাতাল জুড়ে শতাধিক আহতদের চিকিৎসা নিতে দেখা গেছে। জরুরি বিভাগে ছিল উপচে পড়া ভিড়। শহরের অন্যতম প্রধান হাসপাতাল আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিক্যাল সেন্টারের জরুরি বিভাগে আহতদের জায়গা না পেয়ে অন্য হাসপাতালে যেতে হয়েছে।

লেবাননের রেড ক্রস, স্বাস্থ্য কর্মকর্তা ও রাজনীতিকরা হাসপাতালগুলোতে আহত ব্যক্তিদের রক্ত দিতে দেশবাসীকে আহ্বান জানান।

বিভিন্ন ছবিতে আহত ব্যক্তিদের রক্তাক্ত অবস্থায় হেঁটে হাসপাতালে যেতে দেখা গেছে। অনেকে রাস্তায় পড়ে ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের প্রকৃত সংখ্যা জানাতে না পারলেও জরুরি সেবার কর্মী ও রাজনীতিকরা শঙ্কা প্রকাশ করেছেন যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

***২৪০  কিমি. দূরেও অনুভূত হয় লেবাননের বিস্ফোরণ
***ভয়াবহ বিস্ফোরণে প্রকম্পিত লেবাননের রাজধানী

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়